অদ্য ২৪ জুন, ২০২৪ তারিখ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লার লালমাই অডিটরিয়ামে প্রায়োগিক গবেষণা প্রকল্পের অভিজ্ঞতা উপস্থাপনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাইফ উদ্দিন আহমেদ, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), বার্ড। সেমিনারে সভাপতির বক্তব্যে বার্ডের মহাপরিচালক বলেন, বাংলাদেশের প্রান্তিক জনগণের জীবনমান উন্নয়নে বার্ড প্রায়োগিক গবেষণা পরিচালনা করে থাকে। তিনি আরও বলেন, সেমিনারে বিভিন্ন প্রতিষ্ঠান হতে আগত অভিজ্ঞ ব্যক্তিদের মতামত বার্ডের প্রায়োগিক গবেষণাসমূহকে আরও সমৃদ্ধ করবে। সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন বার্ডের পরিচালক (প্রকল্প) জনাব রঞ্জন কুমার গুহ। সেমিনারে বার্ডের ০৮টি প্রায়োগিক গবেষণা প্রকল্পের প্রবন্ধ উপস্থাপিত হয়। এর মধ্যে উৎপাদনশীলতা বৃদ্ধি বিষয়ক ০৪টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রায়োগিক গবেষণা প্রবন্ধগুলো যথাক্রমে কৃষি যান্ত্রিকীকরণ ও যৌথ খামার ব্যবস্থাপনা, গ্রামীণ উদ্যোক্তা উন্নয়নে ক্ষুদ্র ঋণ প্রদানের অবস্থাঃ লালমাই-ময়নামতি প্রায়োগিক গবেষণার অভিজ্ঞতা, কমিউনিটি এন্টারপ্রাইজের মাধ্যমে প্লাবনভূমিতে মৎস্য চাষ: বার্ডের অভিজ্ঞতা এবং ভাসমান খাঁচায় মাছের অভিযোজিত চর্চা। এছাড়াও সেমিনারে কর্মসংস্থান ও সামাজিক অন্তর্ভুক্তিমূলক ০৪টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। প্রায়োগিক গবেষণা প্রবন্ধগুলো যথাক্রমে গ্রামীণ এলাকায় ফ্রি-ল্যান্সিং এর সমস্যা ও সম্ভাবনাঃ বার্ডের ই-পরিষদ প্রকল্পের অভিজ্ঞতা, কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের বৃত্তিমূলক ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান ও কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ বয়স্ক ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে কম্যুনিটির অংশগ্রহণে সহায়তা প্রদান জোরদারকরণ এবং গ্রামীণ পর্যটন বিকাশের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ জীবনমান উন্নয়ন। সেমিনারে বার্ডের অনুষদ সদস্য, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বার্ডের বিভিন্ন প্রায়োগিক গবেষণা প্রকল্পের সুফলভোগীগণ অংশগ্রহণ করেন। বার্ডের প্রকল্প বিভাগের উদ্যোগে আয়োজিত উক্ত সেমিনারে সেমিনার পরিচালকের দায়িত্ব পালন করেছেন জনাব আযমা মাহমুদা, যুগ্মপরিচালক এবং সহকারী সেমিনার পরিচালকের দায়িত্ব পালন করেছেন জনাব মোঃ রয়েল খান, সহকারী পরিচালক, বার্ড।