অদ্য ১৩ মার্চ, ২০১৯ তারিখে সিরডাপের সদস্যভুক্ত ১৫টি দেশের প্রতিনিধিবৃন্দ লালমাই-ময়নামতি প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে প্রতিনিধিবৃন্দ প্রকল্পভুক্ত বড় ধর্মপুর দক্ষিণ পাড়া গ্রামোন্নয়ন সংগঠনের সদস্য তথা প্রকল্পের সুফলভোগীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে তাঁরা সুফলভোগীদের দ্বারা উৎপাদিত কেঁচো কম্পোস্ট ইউনিট পরিদর্শন করেন। এই সময়ে সিরডাপের মহাপরিচালক টেভিটা জি. বোসোওয়াকা তাজিনাভুলাও, লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব গোলাম সারোয়ার, লালমাই-ময়নামতি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো.শফিকুল ইসলাম, সহকারী প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁঞা, সিরডাপের পরিকল্পনা কর্মশালার পরিচালক ড. আবদুল করিম উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে লালমাই-ময়নামতি প্রকল্পের বিভিন্ন বিষয় প্রতিনিধিবৃন্দের নিকট তুলে ধরেন। প্রতিনিধিবৃন্দ এই প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন এবং প্রকল্পের মেয়াদকাল বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন। উল্লেখ্য ১০-১৩ মার্চ বার্ডে আয়োজিত সিরডাপের পরিকল্পনা সম্মেলনের বার্ড কর্মসূচির আওতায় প্রতিনিধিদল লালমাই-ময়নামতি প্রকল্প পরিদর্শন করেন।