বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর রাজস্বভুক্ত “পল্লী এলাকায় উন্নত সেবা সরবরাহে ই-পরিষদ” শীর্ষক প্রায়োগিক প্রকল্পের আওতায় গত ২৫ জুন ২০১৮ তারিখ সকাল ১১ :০০ ঘটিকায় জোড়কানন পূর্ব ইউনিয়ন পরিষদে “প্রকল্প কার্যক্রম অবহিতকরণ ও ডিজিটাল প্রযুক্তি সঠিক ব্যবহার বিষয়ক সচেতনতামূলক” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সদর দক্ষিণ উপজেলার চেয়ারম্যান জনাব এম হারিছ মিয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব গোলাম সরওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রূপালী মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার, সদর দক্ষিণ, কুমিল্লা, গেস্ট অব অনার সামসুদ্দিন আহমেদ তালুকদার, প্রভাষক ও আইসিটি বিশেষজ্ঞ, টিচার্স ট্রেনিং কলেজ কুমিল্লা, পরিচালক (প্রকল্প) বার্ড, জনাব মো. মিজানুর রহমান, কর্মসূচি পরিচালক ও প্রকল্প পরিচালক বেগম আফরীন খান, সহকারী কর্মসূচি পরিচালক ও সহকারী প্রকল্প পরিচালক ,কাজী ফয়েজ আহমেদ। উক্ত কর্মসূচিতে প্রকল্প এলাকার জোড়কানন পূর্ব ইউনিয়ন পরিষদের সকল সদস্য, তরুণ তরুণী, ছাত্র ছাত্রী ও আপামর জনসাধারণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তাগণ প্রকল্প কার্যক্রমের মাধ্যমে ইউনিয়ন পরিষদের সেবা সরবরাহে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণের উপর গুরুত্বারোপ করেন। তাছাড়া, আইসিটি বিষয়ক প্রশিক্ষণ এলাকার যুব সমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করবে মত প্রকাশ করা হয়। মাদককে উন্নয়নের প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করে তরুণ সমাজকে এর প্রভাব থেকে মুক্ত থাকার জন্য এবং উন্নত প্রযুক্তির সদ্ব্যবহারে অভিভাবকসহ সকলকে সচেতন থাকার জন্য অভিমত ব্যক্ত করেন।