Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ সেপ্টেম্বর ২০২১

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির পরিচালনা পর্ষদের ৭২তম সভা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2021-09-19

অদ্য ১৮ সেপ্টেম্বর ২০২১ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর পরিচালনা পর্ষদের ৭২তম সভা বার্ডের লালমাই অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। পরিচালনা পর্ষদের সভায় সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য্য, এমপি। সভায় সভাপতি মহোদয় বলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি পল্লী উন্নয়নের ক্ষেত্রে পথিকৃৎ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান। গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনে বার্ড উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকারভুক্ত ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গ্রামীণ জনপদে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতকল্পে বার্ডকে প্রকল্প গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। সভায় আরো উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব জনাব মোঃ মশিউর রহমান এনডিসি, বিপিএটিসি-এর রেক্টর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিআরডিবি-এর মহাপরিচালক, আরডিএ-এর মহাপরিচালক, বিএআরসি-এর নির্বাহী চেয়ারম্যান, বিআইডিএস-এর মহাপরিচালকসহ বার্ড পরিচালনা পর্ষদের ১৬জন সম্মানিত সদস্য। পরিচালনা পর্ষদের সভায় কওমি মাদ্রাসার উন্নয়নে টেকসই মডেল প্রণয়ন, দেশের আর্থসামাজিক উন্নয়নে গবেষণা পরিচালনাসহ ভবিষ্যৎ পরিকল্পনার জন্য পলিসি নির্দেশনা দেওয়া হয়। এছাড়া পর্ষদের সভায় বার্ডের প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণাসহ সার্বিক কার্যক্রমের পর্যালোচনা করা হয়। উক্ত সভায় সদস্য-সচিবের দায়িত্ব পালন করেন বার্ডের মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ শাহজাহান। সভার পূর্বে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় বার্ড প্রাঙ্গনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন।