বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড), কুমিল্লা-এর উদ্যোগে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ এর নবনিযুক্ত কর্মকর্তাদের “অফিস ব্যবস্থাপনা” বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন ড. কামরুল আহসান, পরিচালক (প্রশাসন), বার্ড। উপস্থিত ছিলেন জনাব এম. এ. হান্নান আজাদ, মহাব্যবস্থাপক (প্রশাসন), বিজিডিসিএল, কোর্স পরিচালক জনাব মোঃ মিজানুর রহমান, পরিচালক (প্রকল্প),জনাব মিলন কান্তি ভট্টাচার্য, ভারপ্রাপ্ত পরিচালক (প্রশিক্ষণ), কোর্স সমন্বয়ক জনাব সালাহ উদ্দিন ইবনে সাঈদ, উপ-পরিচালক (প্রশিক্ষণ) এবং সহযোগী কোর্স পরিচালক জনাব জোনায়েদ রহিম, উপ-পরিচালক (গবেষণা), বার্ড। প্রশিক্ষণ কোর্সে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ এর 64 জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। 21-31 জানুয়ারি 2018 পর্যন্ত (10দিন ব্যাপী) এ প্রশিক্ষণ কোর্সে অফিস ব্যবস্থানা বিষয়ে সম্যক ধারণা প্রদান করা হবে।