অদ্য ০৪ অক্টোবর ২০১৮ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির ময়নামতি অডিটরিয়ামে বিকাল ৪:০০ ঘটিকায় ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বার্ডের কৃষি ও পরিবেশ বিভাগের সম্মানিত পরিচালক ড. এ, কে, শরীফউল্লাহ। সভাপতির বক্তৃতায় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে তাঁর সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। আলোচনা সভায় ‘কৃষি ও কৃষক- উন্নয়নের হাতিয়ার’ শীর্ষক আলোচনা করেন ড. মোঃ শফিকুল ইসলাম, পরিচালক (পল্লী অর্থনীতি ও ব্যবস্থাপনা), ‘বঙ্গন্ধুর উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা করেন জনাব আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত পরিচালক (পল্লী সমাজতত্ত্ব ও জনমিতি), ‘শিক্ষিত জাতি সমৃদ্ধ দেশ- শেখ হাসিনার বাংলাদেশ’ শীর্ষক আলোচনা করেন জনাব মোহাম্মদ আবদুল কাদের, ভারপ্রাপ্ত পরিচালক (পল্লী প্রশাসন ও স্থানীয় সরকার) ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্যোগ ও টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি)’- শীর্ষক আলোচনা করেন ড. কামরুল হাসান, যুগ্ম-পরিচালক, ‘জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় প্রযুক্তি ভূমিকা’ শীর্ষক আলোচনা করেন ড. শিশির কুমার মুন্সী, যুগ্ম-পরিচালক, বার্ড। আলোচনা সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন জনাব আবদুল্লা-আল-মামুন, সহকারী পরিচালক। আলোচনা সভায় বার্ডের অনুষদবর্গসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।