Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ ফেব্রুয়ারি ২০১৯

বার্ডে ইউনিয়ন পরিষদ ম্যানেজমেন্ট সফটওয়্যার সম্পর্কে ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও সচিবগনদের অবহিতকরন ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন


প্রকাশন তারিখ : 2019-02-28

অদ্য ২৮/০২/২০১৯ তারিখে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লায় বার্ডের রাজস্ব খাতভুক্ত ই পরিষদ প্রকল্পের আওতায় “ইউনিয়ন পরিষদ ম্যানেজমেন্ট সফটওয়্যার সম্পর্কে ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও সচিবগনদের অবহিতকরন ও প্রশিক্ষণ’’ শীর্ষক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বার্ডের মহাপরিচালক ড. এম. মিজানুর রহমান। উক্ত কর্মশালায় ৪টি জেলার ৫ টি উপজেলার ২০টি ইউনিয়ন এর ২০ জন চেয়ারম্যান এবং ২০ জন সচিব অংশগ্রহণ করেছেন। সভাপতির বক্তব্যে বার্ডের মহাপরিচালক বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ এর প্রত্যেকটি ইউনিয়নে তৃণমূল পর্যায়ে ডিজিটাল সেবা পোঁছে দিতে ইউনিয়ন পরিষদ ম্যানেজমেন্ট সফটওয়্যার যথাযথ ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রধান করেন কর্মশালা পরিচালক, বার্ডের উপ-পরিচালক (পল্লী প্রশাসন ও স্থানীয় সরকার) এবং ই-পরিষদ প্রকল্পের প্রকল্প পরিচালক বেগম ফৌজিয়া নাসরিন সুলতানা। উপস্থিত ছিলেন পরিচালক (প্রশিক্ষণ), জনাব মিলন কান্তি ভট্টাচার্য্য, পরিচালক (পল্লী প্রশাসন ও স্থানীয় সরকার) জনাব মোঃ আবদুল কাদের, পরিচালক (প্রশাসন) ড. কামরুল আহসান। কর্মশালা পরিচালকের দায়িত্বে রয়েছেন বেগম ফৌজিয়া নাসরিন সুলতানা, উপ-পরিচালক (পল্লী প্রশাসন ও স্থানীয় সরকার), বার্ড। কর্মশালায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন বার্ডের সহকারী পরিচালক এবং সহযোগী কর্মশালা পরিচালক, জনাব কাজী ফয়েজ আহমেদ।