Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ অক্টোবর ২০২৪

বার্ড-এ কোইকার উদ্যোগে নলেজ শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2024-10-03

০২ অক্টোবর ২০২৪ তারিখ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে বার্ড-এ কোইকার উদ্যোগে নলেজ শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। উক্ত ওয়ার্কশপ-এ উপস্থিত ছিলেন বার্ডের মহাপরিচালক জনাব সাইফ উদ্দিন আহমেদ, কোইকার ডেপুটি কান্ট্রি ডিরেক্টর,  বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) জনাব আবদুল্লাহ আল মামুন। এই নলেজ শেয়ারিং ওয়ার্কশপ-এ কোইকার গ্লোবাল ফেলোশিপ সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা প্রদান করেন বার্ডের সহকারি পরিচালক ও কোইকা-কাইস্ট ফেলো জনাব আবদুল্লা আল মামুন। ওয়ার্কশপটি সঞ্চালনা করেছেন জনাব ফরিদা ইয়াসমিন, উপপরিচালক, বার্ড। উল্লেখ্য কোইকা গ্লোবাল ফেলোশিপ-এর আওতায় প্রতি বছর দক্ষিণ  কোরিয়ার বিভিন্ন সনামধন্য বিশ্ববিদ্যালয়ে ২০টি মাষ্টার্স প্রোগ্রামে ও ৫টি পিএইচডি প্রোগ্রামে সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ অংশগ্রহণ করার সুযোগ পেয়ে থাকেন। ওয়ার্কশপটিতে অংশগ্রহণ করেছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার, বিসিএস (শিক্ষা) ক্যাডার ও বার্ডের মোট ১৮০জন কর্মকর্তা।