Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ মার্চ ২০২০

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য্য মহোদয়ের বার্ড পরিদর্শন


প্রকাশন তারিখ : 2020-03-14

১৪ মার্চ ২০২০ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব স্বপন ভট্টাচার্য্য, এমপি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) পরিদর্শন করেন। দিনের কর্মসূচির শুরুতেই তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন। পরবর্তীতে তিনি লালমাই-ময়নামতি প্রকল্পের সুফলভোগীদের মাঝে ২০০০ হাঁসের বাচ্চা এবং ৫০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ করেন। দুপুর ১২ ঘটিকায় তিনি বার্ডের অনুষদবর্গের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভার শুরুতে বার্ডের সার্বিক কার্যক্রম সম্পর্কে প্রতিমন্ত্রী মহোদয়কে অবহিত করেন বার্ডের পরিচালক (প্রশাসন) ড. মোঃ শফিকুল ইসলাম। তিনি বার্ডের কার্যক্রমকে আরো বেগবান করার ক্ষেত্রে তাঁর পক্ষ থেকে সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন। এরপর তিনি লালমাই-ময়নামতি প্রকল্পের সুফলভোগীদের সাথে মতবিনিময় করেন। লালমাই-ময়নামতি প্রকল্পের সার্বিক কর্মকান্ডে প্রতিমন্ত্রী মহোদয় সন্তোষ প্রকাশ করেন। মধ্যাহৃভোজের পর প্রতিমন্ত্রী মহোদয় বিসিএস ক্যাডার কর্মকর্তাদের জন্য বার্ডে চলমান বুনিয়াদি ও বিশেষ বুনিয়াদি কোর্সের প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন। তিনি কর্মকর্তাদের সরকারের সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহবান জানান। তিনি ৭০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের “অপ্রতিরোধ্য অগ্রযাত্রা” শীর্ষক দেয়ালিকা উন্মোচন করেন। সর্বশেষে তিনি বার্ডের ভৌত সুবিধাদি উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিয়মান বিভিন্ন স্থাপনা এবং প্রদর্শনী খামারসমূহ পরিদর্শন করেন। পরিদর্শন কালে প্রতিমন্ত্রী মহোদয় বলেন, বাংলাদেশের পল্লী উন্নয়নে বার্ডের ভূমিকা অনন্য এবং বর্তমানে ও বার্ড পল্লী উন্নয়নে সরকারের গৃহীত কার্যক্রমগুলো অত্যন্ত দক্ষতার সাথে বাস্তবায়ন করে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বার্ডের সার্বিক কার্যক্রম পরিদর্শন করার জন্য প্রতিমন্ত্রী মহোদয়ের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন বার্ড মহাপরিচালক জনাব মোঃ শাহজাহান।