Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd ফেব্রুয়ারি ২০১৮

বার্ড-এ শহীদ দিবস ও আন্তর্জাতকি মাতৃভাষা দিবস উদযাপিত-২০১৮


প্রকাশন তারিখ : 2018-02-21

বার্ড-এ শহীদ দিবস ও আন্তর্জাতকি মাতৃভাষা দিবস উদযাপিত

 

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৮ পালিত হয়েছে। ভোরে প্রভাত ফেরী ও জাতীয় পতাকা উত্তোলনের (অর্ধনমিত) মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচির সূচনা হয়। ১৯৫২ সালের ভাষা শহীদগণের প্রতি শ্রদ্ধা জানিয়ে বার্ডের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন বার্ডের মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ড. এম মিজানুর রহমান এবং বার্ডের সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারী ও বার্ডে চলমান দেশি-বিদেশি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীবৃন্দ। সকাল ১০:৩০ মিনিটে পবিত্র কুরআন খতম, বাদ যোহর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত এবং বিকাল ২:৩০ মিনিটে নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষশার্থীদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সবশেষে সন্ধ্যায় বার্ড অডিটেরিয়ামে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিশেষ আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। সারাদিন ব্যাপী সকল কর্মসূচিতে অংশগ্রহণ করেন বার্ডের সম্মানিত মহাপরিচালক ড. এম মিজানুর রহমান।

 

ক্যাপশনঃ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করছেন বার্ডের মহাপরিচালক ড. এম. মিজানুর রহমান

 

মোঃ সালেহ আহমেদ

সহকারী পরিচালক, বার্ড

তারিখঃ ২১/০২/২০১৮ খ্রিস্টাব্দ