বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কর্তৃক বাস্তবায়িত লালমাই-ময়নামতি প্রকল্পের আদর্শ সদর উপজেলার প্রকল্প সমন্বয় কমিটির সভা ১১.১১.২০১৮ খ্রি. তারিখে রোজ রবিবার বার্ডের লালমাই অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ তারিকুর রহমান জুয়েল এর সভাপতিতে উক্ত প্রকল্প সমন্বয় কমিটির সভা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। প্রকল্প সমন্বয় কমিটির সভায় প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন লালমাই-ময়নামতি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ শফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান এডভোকেট হোসনেয়ারা বেগম (বকুল), উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার, উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ আজিজুল হক, প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক ড. মোঃ আনোয়ার হোসেন ভূঁঞা, কম্পোনেন্ট লিডার (সংগঠন ও জীবিকায়ন) সালাহ উদ্দিন ইবনে সাঈদ, কম্পোনেন্ট লিডার (প্রাণিসম্পদ উন্নয়ন) ডা: বিমল চন্দ্র কর্মকার, কম্পোনেন্ট লিডার (মৎস্য উন্নয়ন) আনাস আল ইসলাম, কম্পোনেন্ট লিডার (মৃত্তিকা উন্নয়ন) বাবু হোসেন এবং কম্পোনেন্ট লিডার (নার্সারী উন্নয়ন) মোঃ সালেহ আহমেদসহ উপজেলা আদর্শ সদর এর আওতাভুক্ত ২৯টি গ্রামোন্নয়ন সংগঠনের সভাপতি/ম্যানেজারগণ। এ প্রকল্পের আওতায় ইতিমধ্যে তিনটি উপজেলায় ১৯৫টি গ্রাম উন্নয়ন সংগঠন সৃজন করা হয়েছে এবং ৬,২৮২ জন সুফলভোগী এ সকল সংগঠনের সদস্যপদ গ্রহণ করেছেন।
প্রসঙ্গত: লালমাই-ময়নামতি পাহাড়ী এলাকার জনগণের আর্থিক দুরবস্থার কথা বিবেচনা করে বর্তমান সরকারের মাননীয় পরিকল্পনামন্ত্রী ও স্থানীয় এমপি আ হ ম মুস্তফা কামালের (লোটাস কামাল) পরামর্শ মোতাবেক বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কর্তৃক ‘সমন্বিত কৃষি কর্মকান্ডের মাধ্যমে কুমিল্লার লালমাই-ময়নামতি পাহাড়ি এলাকার জনগণের জীবন-জীবিকার মানোন্নয়ন’ শীর্ষক প্রকল্পটি গ্রহণ করা হয় এবং ২০১৬ সালের ২১ নভেম্বর প্রকল্পটি অনুমোদন লাভের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করা হয়।