অদ্য ৩১ মে ২০২০ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) এর উদ্যোগে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের চরচাষী গ্রামে "অভিযোজন পদ্ধতিতে চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন" শীর্ষক প্রায়োগিক গবেষণা প্রকল্পের সুফলভোগীদের মাঝে মোট ৭০০ টি মুরগীর বাচ্চা বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মোঃ রিয়াজ মাহমুদ, উপ পরিচালক, বার্ড এবং সহকারী প্রকল্প পরিচালক জনাব মোঃ মোশারেফ হোসেন ভূঁঞা, সহকারী পরিচালক, বার্ড। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে উক্ত অনুষ্ঠানটি সম্পাদনে সার্বিক সহায়তা প্রদান করেছেন চরচাষী গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য জনাব মোঃ কাদির।