Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ মহান বিজয় দিবস ২০২৪ উদযাপিত


প্রকাশন তারিখ : 2024-12-16

অদ্য ১৬ ডিসেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। ভোরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়। বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে বার্ড-এর কর্মকতা-কর্মচারী ও তাঁদের পরিবারবর্গ, প্রশিক্ষণার্থী, শিক্ষার্থীদের জন্য খেলাধুলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং বার্ড ক্যাম্পাসে আলোকসজ্জা করা হয়। অনুষ্ঠানসমূহে উপস্থিত ছিলেন বার্ড-এর সম্মানিত মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব সাইফ উদ্দিন আহমেদ সহ বার্ডের সকল স্তরের কর্মকতা-কর্মচারী ও তাঁদের পরিবারবর্গ, প্রশিক্ষণার্থী এবং বার্ড মডেল স্কুলের শিক্ষার্থীবৃন্দ। ১৯৭১ এর শহীদ মুক্তিযোদ্ধা, ২০২৪ এর জুলাই-আগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শহীদগণের বিদেহী আত্মার মাগফেরাত ও আহতদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বার্ড জামে মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।