অদ্য ২৩ এপ্রিল ২০১৯ তারিখে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লায় তথ্য সেবা সহকারীদের “অফিস ব্যবস্থাপনা, কম্পিউটার ফান্ডামেন্টালস এবং জেন্ডার সমতা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা” বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জনাব এ, কে, এম শাহাবুদ্দিন (উপ সচিব), উপ-প্রকল্প পরিচালক (ট্রেনিং ও মনিটরিং), তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়। সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন ড. কামরুল আহসান, পরিচালক (প্রশাসন), বার্ড।সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বার্ডের ভারপ্রাপ্ত পরিচালক (প্রশিক্ষণ) জনাব মিলন কান্তি ভট্টাচার্য্য। তথ্য আপাঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)-এর প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় প্রশিক্ষণ কোর্স দু’টিতে ৫০ জন করে প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কোর্স দু’টিতে কোর্স পরিচালকের দায়িত্ব পালন করেন যথাক্রমে ড. মোঃ মিজানুর রহমান, যুগ্ম পরিচালক (পল্লী অর্থনীতি ও ব্যবস্থাপনা), বার্ড এবং জনাব আবদুল্লাহ আল মামুন, যুগ্ম পরিচালক (প্রকল্প), বার্ড। কোর্স দু’টিতে সহযোগী কোর্স পরিচালক ও সহকারী কোর্স পরিচালকের দায়িত্ব পালন করেন যথাক্রমে জনাব আযমা মাহমুদা, সহকারী পরিচালক, বার্ড এবং জনাব মোঃ রিয়াজ মাহমুদ, সহকারী পরিচালক, বার্ড।