Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ মার্চ ২০১৮

বার্ডে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2018-03-08

৮ মার্চ ২০১৮ খ্রিস্টাব্দ বার্ডের লালমাই অডিটোরিয়ামে আমত্মজার্তিক নারী দিবস উপলক্ষে নারী ও শিশুদের অধিকার সুরক্ষা ও নির্যাতন প্রতিরোধ এবং কর্ম জীবনধারা উন্নয়নে আমাদের করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন বার্ডের সম্মানিত মহাপরিচালক ড. এম. মিজানুর রহমান। সভাপতির বক্তৃতায় তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী এবং তাঁদের বাদ দিয়ে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। রাষ্ট্রের উন্নয়নে নারীদের অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত করতে হবে। তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশে নারী উন্নয়নকে টেকসই উন্নয়নের পথ হিসেবে বেছে নেওয়া হয়েছে। নারী-পুরম্নষ সমতায় বাংলাদেশের অগ্রগতি দুনিয়াজুড়ে প্রশংসিত। দেশের কোথাও নারীরা যাতে নিপীড়িত না হয় এবং মর্যাদা নিয়ে সমাজে বসবাস করতে পারে তার জন্য তিনি সবাইকে সচেতন হতে অনুরোধ করেন। কর্মশালাটি পরিচালনা করেন বেগম নাছিমা আক্তার, যুগ্ম পরিচালক (পল্লী সমাজতত্ত্ব), বার্ড।  কর্মশালা পরিচালক নারী দিবসের মূল প্রতিপাদ্য  ‟সময় এখন নারীর : উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম জীবনধারা’’ এর উপর বক্তব্য রাখেন এবং সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন । কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ড. কামরম্নল আহসান, পরিচালক (প্রশাসন)-সহ বার্ডের অন্যান্য অনুষদবর্গ, বার্ডের মহিলা শিক্ষা, আয় ও পুষ্টি উন্নয়ন (মশিআপুউ) প্রকল্পভুক্ত সংগঠনের কর্মী, বার্ড মডেল স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ বার্ডের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। কর্মশালা সমন্বয় ও উপস্থাপনার দায়িত্ব পালন করেন বেগম ফরিদা ইয়াসমিন, সহকারী পরিচালক, বার্ড। কর্মশালায় বিতর্ক প্রতিযোগিতা, স্বশিক্ষণমূলক উপকরণ প্রদর্শন ও প্রত্যয় সম্বলিত স্বসাক্ষর গ্রহণ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।