Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ জুলাই ২০২৪

বার্ডে স্বাস্থ্য ক্যাডারের ১৭০তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন


প্রকাশন তারিখ : 2023-12-11

গত ১০ ডিসেম্বর ২০২৩ খ্রি. বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কোটবাড়ী, কুমিল্লাতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের জন্য আয়োজিত ১৭০তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। দুই মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন বার্ডের সম্মানিত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মোঃ হারুন-অর-রশিদ মোল্লা। সভাপতি মহোদয় তাঁর বক্তৃতায় সোনার বাংলা বিনির্মাণে দক্ষ মানবসম্পদ উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (পার্সোনেল) ডা: মোঃ বদিউজ্জামান। তিনি দেশের উন্নয়ন ও নাগরিক সেবায় সুশাসন নিশ্চিত করার জন্য চিকিৎসকদের প্রতি আহবান জানান। প্রশিক্ষণার্থীদের নিকট বার্ডের কার্যক্রম তুলে ধরেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) জনাব আবদুল্লাহ আল মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত কোর্স এর কোর্স পরিচালক ও যুগ্মপরিচালক (প্রশাসন) জনাব বেনজির আহমেদ। তিনি কোর্সের বিষয়বস্তু ও সার্বিক বিষয় প্রশিক্ষণার্থীদের অবহিত করেন। আরো উপস্থিত ছিলেন উক্ত কোর্সের কোর্স সমন্বয়ক জনাব জোনায়েদ রহিম, যুগ্মপরিচালক (প্রশিক্ষণ) এবং জনাব মোঃ ওবায়দুল্লাহ সরদার, সহকারী পরিচালক (গ্রন্থাগার) ও সহকারী কোর্স পরিচালক। প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১৭০তম ব্যাচের সহকারী কোর্স পরিচালক জনাব মোঃ ওবায়দুল্লাহ সরদার, সহকারী পরিচালক (গ্রন্থাগার)। উল্লেখ্য, উক্ত প্রশিক্ষণ কোর্স এ ৩৯তম ও ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার এর ৫০ জন কর্মকর্তা অংশগ্রহন করেছেন।