সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd নভেম্বর ২০১৮
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির ৭১তম পরিচালনা পর্ষদের সভা
প্রকাশন তারিখ
: 2018-10-31
অদ্য ৩১ অক্টোবর ২০১৮ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর ৭১তম পরিচালনা পর্ষদের সভা বার্ডের লালমাই অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। পরিচালনা পর্ষদের সভায় সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার মোশাররফ হেসেন, এমপি। সভায় সভাপতি মহোদয় বলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি পল্লী উন্নয়নের ক্ষেত্রে পথিকৃৎ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান। গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনে বার্ড উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকারভুক্ত ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রামীণ জনপদে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতকল্পে বার্ডকে প্রকল্প গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। সভায় আরো উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব জনাব এস. এম. গোলাম ফারুক, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বার্ড পরিচালনা পর্ষদের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ। পরিচালনা পর্ষদের সভায় বার্ডের প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণাসহ সার্বিক কার্যক্রমের পর্যালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনার জন্য পলিসি নির্দেশনা দেওয়া হয়। উক্ত সভায় সদস্য-সচিবের দায়িত্ব পালন করেন বার্ডের মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ড. এম. মিজানুর রহমান। সভার শেষে মাননীয় মন্ত্রী মহোদয় বার্ড প্রাঙ্গনে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরাল, বার্ড গ্রন্থাগারে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণার, পাঁচ তলাবিশিষ্ট আন্তর্জাতিক মানের হোস্টেল, শ্রেণিকক্ষ ভবন এবং সুইমিংপুলের উদ্বোধন করেন।