১৩ জুন ২০২৪ তারিখ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের জন্য আয়োজিত ১৭৩তম ও ১৭৪তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গত ১৫/০৪/২০২৪ হতে চলমান দুই মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন বার্ড-এর সম্মানিত মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব সাইফ উদ্দিন আহমেদ। সভাপতি তাঁর বক্তৃতায় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সোনার বাংলা এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ মানবসম্পদ উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ মানবসম্পদ গঠনে প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি আরো বলেন, চিকিৎসকগণ সরাসরি নাগরিক সেবায় নিয়োজিত। ক্যাডার সার্ভিসে যাঁরা জনসেবায় নিয়োজিত তাঁদের উৎকৃষ্ট অংশ হচ্ছে চিকিৎসকবৃন্দ। তিনি দেশের উন্নয়ন ও নাগরিক সেবায় সুশাসন নিশ্চিত করার জন্য আহবান জানান। সমাপনী অধিবেশনে আরও উপস্থিত ছিলেন বার্ড-এর প্রশিক্ষণ বিভাগের পরিচালক জনাব আবদুল্লাহ আল মামুন। কোর্স দু’টির কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন যথাক্রমে জনাব আযমা মাহমুদা, যুগ্মপরিচালক এবং কাজী সোনিয়া রহমান, যুগ্মপরিচালক, বার্ড। সমাপনী অনুষ্ঠানে কোর্স পরিচালকের বক্তব্য প্রদান করেন ১৭৪তম প্রশিক্ষণ কোর্সের কোর্স পরিচালক কাজী সোনিয়া রহমান, যুগ্মপরিচালক, বার্ড। কোর্স দুটির সহকারী কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন জনাব আব্দুল্লা-আল-মামুন, সহকারী পরিচালক এবং জনাব জয়নাল আবেদিন, সহকারী পরিচালক, বার্ড। এছাড়া কোর্স দুটির সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন বার্ডের যুগ্মপরিচালক জনাব জোনায়েদ রহিম। এ প্রশিক্ষণ কোর্স দুটিতে অংশগ্রহণ করেছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ১০০ জন কর্মকর্তা। সার্বিক ফলাফল বিবেচনায় ১৭৩তম ও ১৭৪তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের ডিজি অ্যাওয়ার্ড লাভ করেন যথাক্রমে
ডাঃ সাদাত ইরতিশাম এবং ডাঃ মোঃ আসিফ আদনান।