ক্রমিক
|
সেবার নাম
|
সেবা প্রদান পদ্ধতি
|
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান
|
সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি
|
সেবা প্রদানের সময়সীমা
|
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন ও ইমেইল)
|
---|---|---|---|---|---|---|
১
|
২
|
৩
|
৪
|
৫
|
৬
|
৭
|
১
|
(ক) তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী তথ্য প্রদান।
|
সেবা প্রত্যাশীগণের নিকট হতে লিখিত বা ইলেক্ট্রনিক মাধ্যমে বা ই-মেইলে সুনির্দিষ্ট তথ্য চেয়ে আবেদন প্রাপ্তির পর যাচিত তথ্য সংরক্ষিত থাকলে তা কাঙ্খিত মাধ্যমে (ডাকযোগে বা ই-মেইলে ) প্রদান করা হয়
|
১. তথ্য অধিকার আইন’ ২০০৯ এ উল্লিখিত নির্ধারিত ফরম এ আবেদন করতে হবে ।
২. প্রাপ্তিস্থানঃ
( ক ) তথ্য কমিশনের ওয়েবসাইট
( খ ) বার্ডের ওয়েব সাইট
|
(১) তথ্য অধিকার আইন’ ২০০৯ অনুযায়ী পাতা প্রতি ০২ ( দুই ) টাকা অথবা প্রকৃত খরচ ট্রেজারি চালানের মাধ্যমে জমা করতে হবে;(২) সিডি বা অন্য কোন মাধ্যমে তথ্য সরবরাহের ক্ষেত্রে প্রকৃত মূল্য জমা দিতে হবে; এবং(৩) ট্রেজারি চালানের কোড নং- ১-৩৩০১-০০০১-১৮০৭
|
১. অনুরোধ প্রাপ্তির তারিখ হতে অনধিক ২০ (বিশ) কার্যদিবসের মধ্যে;
২. অনুরোধকৃত তথ্যের সহিত একাধিক তথ্য প্রদান ইউনিট বা কর্তৃপক্ষের সংশ্লিষ্টতা থাকলে অনধিক ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে;
৩. অনুরোধকৃত তথ্য কোন ব্যক্তির জীবন-মৃত্যু, গ্রেফতার এবং কারাগার থেকে মুক্তি সম্পর্কিত হলে অনুরোধ প্রাপ্তির অনধিক ২৪ (চব্বিশ) ঘণ্টার মধ্যে ।
|
জনাব মোঃ আবু তালেব
যুগ্ম পরিচালক (প্রকল্প)
মোবাইল নং- 01717-634770
ইমেইল:
talebbard79@gmail.com
taleb@bard.gov.bd
বিকল্প কর্মকর্তা
জনাব আব্দুল্লা-আল-মামুন
সহকারী পরিচালক (জনসংযোগ)
মোবাইল-০১৭১৫৭১০৩৬৭
ইমেইল:
|
(খ) তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী তথ্য প্রাপ্তির আপীল অভিযোগ।
|
সেবা প্রত্যাশীগণের নিকট হতে ইলেক্ট্রনিক মাধ্যমে বা ই-মেইলে সুনির্দিষ্ট তথ্য চেয়ে আবেদন প্রাপ্তির পর যাচিত তথ্য সংরক্ষিত থাকলে তা কাঙ্খিত মাধ্যমে (ডাকযোগে বা ই-মেইলে ) প্রদান করা হয়
|
১. অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে।
২. প্রাপ্তিস্থানঃ
|
বিনামূল্যে
|
তথ্য অধিকার আইন ২০০৯ এর বিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে।
|
জনাব সাইফ উদ্দিন আহমেদ
মহাপরিচালক
বার্ড, কুমিল্লা।
ইমেইল: dg@bard.gov.bd
ফোন: +৮৮০২৩৩৪৪০৩৬০০
|
|
২ | বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্টার্নশীপ | নির্ধারিত ফরমে আবেদনপূর্বক ইমেইলে প্রেরণ |
১. নির্ধারিত ফরম এ আবেদন করতে হবে ।
২. প্রাপ্তিস্থানঃ
|
বিনামূল্যে | সর্বোচ্চ ০৭ কর্মদিবস |
জনাব আব্দুল্লাহ আল হুসাইন
যুগ্মপরিচালক (গবেষণা)
মোবাইল নং- 01715320716
ইমেইল: abdullah.undp@gmail.com
|
৩ | বার্ডের বিভিন্ন ভেন্যু বরাদ্দের অনুমতি | নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তির পর যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেবা প্রদান করা হয় | আবেদন ফরম অথবা সেবা গ্রহীতার অফিসিয়াল প্যাডে আবেদন | বার্ড কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হারে | সর্বোচ্চ ০৭ কর্মদিবস |
জনাব আবদুল্লাহ আল মামুন
পরিচালক (প্রশিক্ষণ)
মোবাইল-০১৭১৬৮৪৮৯১০
ইমেইল:
mamunbard@gmail.com
|
৪
|
দর্শনার্থীদের বার্ডে প্রবেশের অনুমতি
|
নির্ধারিত ফরমে আবেদন প্রাপ্তির পর যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেবা প্রদান করা হয়
|
আবেদন ফরম অথবা সেবা গ্রহীতার অফিসিয়াল প্যাডে আবেদন
|
বিনামূল্যে
|
সর্বোচ্চ ০৩ কর্মদিবস
|
জনাব আবদুল্লা-আল-মামুন
সহকারী পরিচালক (জনসংযোগ)
মোবাইল নং-
01715710367
ইমেইল:
mamunbard28@gmail.com
|
ক্রমিক
|
সেবার নাম
|
সেবা প্রদান পদ্ধতি
|
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান
|
সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি
|
সেবা প্রদানের সময়সীমা
|
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন ও ইমেইল)
|
---|---|---|---|---|---|---|
১
|
২
|
৩
|
৪
|
৫
|
৬
|
৭
|
১ |
দীর্ঘ মেয়াদী ও স্বল্প মেয়াদী প্রশিক্ষণ কোর্স (সর্বনিম্ন ১ দিন হতে সর্বোচ্চ ৬মাস) |
আগ্রহী প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেবা প্রদান করা হয় | একাডেমির নিজস্ব ওয়েবসাইট, একাডেমির প্রশিক্ষণ বিভাগ | অনুমোদিত প্রশিক্ষণ বাজেট অনুসারে। | সর্বোচ্চ ১৫ কর্মদিবস |
জনাব জোনায়েদ রহিম Ext. ৩১৫ (অফিস) ইমেইল:junaed@bard.gov.bd |
২
|
পরামর্শ সেবা, এ্যাডভাইজরি সার্ভিস, বেসলাইন সার্ভে, প্রকল্প এবং কর্মসূচি মূল্যায়ন, কৃষি বিষয়ক পরামর্শে, হাঁস-মুরগি পালন, গরু-ছাগল পালন। প্রকল্প ও কর্মসূচির সম্ভাব্যতা যাচাই, প্রতিবেদন প্রণয়ন ও তথ্য সংগ্রহ। |
আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেবা প্রদান করা হয় | একাডেমির ওয়েবসাইট হতে প্রয়োজনীয় তথ্য এবং প্রকল্প বিভাগে প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়। | অনুমোদিত বাজেট অনুসারে। | সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তির চাহিদা মাফিক সময়সীমার মধ্যে সেবা প্রদান করা হয়। |
জনাব মোঃ আবু তালেব
যুগ্ম পরিচালক (প্রকল্প)
মোবাইল নং- 01717-634770
ইমেইল:
talebbard79@gmail.com
taleb@bard.gov.bd
|
৩ | কৃষি ক্ষেত্রে প্রযুক্তি উন্নয়ন সহায়তা, উদ্যোক্তা উন্নয়নে সহায়তা ও ক্ষুদ্র ঋণ প্রাপ্তিতে সহায়তা। | আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেবা প্রদান করা হয় | একাডেমির ওয়েবসাইট হতে প্রয়োজনীয় তথ্য এবং প্রকল্প বিভাগে প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়। | অনুমোদিত বাজেট অনুসারে। | সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তির চাহিদা মাফিক সময়সীমার মধ্যে সেবা প্রদান করা হয়। |
জনাব মোঃ আবু তালেব
যুগ্ম পরিচালক (প্রকল্প)
মোবাইল নং- 01717-634770
ইমেইল:
talebbard79@gmail.com
taleb@bard.gov.bd
|
ক্রমিক
|
সেবার নাম
|
সেবা প্রদান পদ্ধতি
|
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান
|
সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি
|
সেবা প্রদানের সময়সীমা
|
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন ও ইমেইল)
|
---|---|---|---|---|---|---|
১
|
২
|
৩
|
৪
|
৫
|
৬
|
৭
|
১
|
বার্ডের কর্মকর্তা /কর্মচারিদের শ্রান্তি বিনোদন ছুটি/ অর্জিত ছুটি
|
ছুটি বিধিমালা অনুযায়ী আবেদনকারী হতে প্রাপ্ত ছুটির আবেদনের (যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে) প্রেক্ষিতে যাচিত ছুটি অনুমোদন।
|
কাগজপত্র:
৩. ছুটি গ্রহণের কারণ সংশ্লিষ্ট কাগজপত্র
প্রাপ্তিস্থান: www.bard.gov.bd
|
বিনামূল্যে
|
৩ কর্মদিবস
|
জনাব আইরীন পারভিন
পরিচালক (প্রশাসন), বার্ড
মোবাইল নং-০১৭৫৩-৭৯৪৫২২
ইমেইল:
diradmin@bard.gov.bd
irin_bard@yahoo.com
|
২
|
বার্ডের কর্মকর্তা /কর্মচারিদের শিক্ষা ছুটি মঞ্জুর
|
ছুটি বিধিমালা অনুযায়ী আবেদনকারী হতে প্রাপ্ত ছুটির আবেদনের (যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে) প্রেক্ষিতে যাচিত ছুটি অনুমোদন।
|
কাগজপত্র:
১.অনলাইনে আবেদন।
২. ছুটি গ্রহণের কারণ সংশ্লিষ্ট কাগজপত্র
প্রাপ্তিস্থান: www.bard.gov.bd
|
বিনামূল্যে
|
প্রশাসনিক মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে কর্মকর্তাদের জন্য ২ কর্মদিবস
কর্মচারীদের জন্য ২ কর্মদিবস |
জনাব সাইফ উদ্দিন আহমেদ
মহাপরিচালক বার্ড, কুমিল্লা। ইমেইল: dg@bard.gov.bd ফোন: +৮৮০২৩৩৪৪০৩৬০০ |
৩
|
বার্ডের কর্মকর্তা /কর্মচারিদের বহিঃবাংলাদেশ ছুটি মঞ্জুর
|
আবেদন পাওয়ার পর নির্ধারিত ছুটি বিধিমালা সরকারি আদেশ জারি করা হয়।
তাছাড়া, সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত বিদেশ ভ্রমণের অনুমতি ও আনুষঙ্গিক নির্দেশনা অনুসরণীয়।
|
কাগজপত্র:
১.নির্ধারিত ফরমে আবেদন।
২. ছুটি গ্রহণের কারণ সংশ্লিষ্ট কাগজপত্র
প্রাপ্তিস্থান: www.bard.gov.bd
|
বিনামূল্যে
|
প্রশাসনিক মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে কর্মকর্তাদের জন্য ২ কর্মদিবস
কর্মচারীদের জন্য ২ কর্মদিবস |
জনাব আইরীন পারভিন
পরিচালক (প্রশাসন), বার্ড মোবাইল নং-০১৭৫৩-৭৯৪৫২২ ইমেইল: diradmin@bard.gov.bd irin_bard@yahoo.com |
৪
|
বার্ডের কর্মচারিদের পদোন্নতির প্রজ্ঞাপন/ অফিস আদেশ জারি
|
বিধিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের প্রেক্ষিতে পদোন্নতি প্রদান করা হয়।
|
১. পদোন্নতির প্রস্তাব।
২. পদোন্নতি কমিটির সভার সুপারিশ।
৩. বার্ষিক গোপনীয় অনুবেদন।
৪. প্রস্তাবের পক্ষে যৌক্তিকতা ।
৫. ছক অনুযায়ী চাকরি বৃত্তান্ত ।
প্রাপ্তিস্থান: www.bard.gov.bd
|
বিনামূল্যে
|
১৫ কর্মদিবস
|
জনাব আইরীন পারভিন
পরিচালক (প্রশাসন), বার্ড মোবাইল নং-০১৭৫৩-৭৯৪৫২২ ইমেইল: diradmin@bard.gov.bd irin_bard@yahoo.com |
৫
|
বার্ডের কর্মচারিদের সাধারণ ভবিষ্য তহবিল হতে অগ্রিম মঞ্জুর
|
আবেদন পাওয়ার পর সাধারণ ভবিষ্য তহবিল বিধিমালা ১৯৭৯ অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনের প্রেক্ষিতে (আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অনুযায়ী) অফিস আদেশ জারি করা হয়।
|
কাগজপত্রঃ
১) নির্ধারিত ফরমে আবেদন
২) সাধারণ ভবিষ্য তহবিলে সর্বশেষ জমাকৃত অর্থের হিসাব বিবরণীর মূলকপি (হিসাব রক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রদত্ত।
প্রাপ্তিস্থান: www.bard.gov.bd
|
বিনামূল্যে
|
৩ কর্মদিবস
|
জনাব আইরীন পারভিন
পরিচালক (প্রশাসন), বার্ড মোবাইল নং-০১৭৫৩-৭৯৪৫২২ ইমেইল: diradmin@bard.gov.bd irin_bard@yahoo.com |
৬
|
বার্ডের কর্মকর্তাদের সাধারণ ভবিষ্য তহবিল হতে অগ্রিম মঞ্জুর
|
আবেদন পাওয়ার পর সাধারণ ভবিষ্য তহবিল বিধিমালা ১৯৭৯ অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনের প্রেক্ষিতে (আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অনুযায়ী) অফিস আদেশ জারি করা হয়।
|
কাগজপত্রঃ
১) নির্ধারিত ফরমে আবেদন
২) সাধারণ ভবিষ্য তহবিলে সর্বশেষ জমাকৃত অর্থের হিসাব বিবরণীর মূলকপি (হিসাব রক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রদত্ত।
প্রাপ্তিস্থান: www.bard.gov.bd
|
বিনামূল্যে
|
৩ কর্মদিবস
|
জনাব আইরীন পারভিন
পরিচালক (প্রশাসন), বার্ড মোবাইল নং-০১৭৫৩-৭৯৪৫২২ ইমেইল: diradmin@bard.gov.bd irin_bard@yahoo.com |
৭
|
পাসপোর্টের জন্য অনাপত্তি প্রদান
|
সেবা প্রত্যাশীকে ই-মেইলে/সরাসরি দেয়া হয়।
|
২। অনলাইন আবেদন
|
বিনামূল্যে
|
১ কর্মদিবস
|
জনাব আইরীন পারভিন
পরিচালক (প্রশাসন), বার্ড মোবাইল নং-০১৭৫৩-৭৯৪৫২২ ইমেইল: diradmin@bard.gov.bd irin_bard@yahoo.com |
৮
|
বার্ডের কর্মকর্তা /কর্মচারীবৃন্দের বিদেশ সফর/প্রশিক্ষণ এবং অভ্যন্তরীণ বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও সভায় অংশগ্রহণের অনুমতি/মনোনয়ন প্রদান
|
বার্ডের কর্মকর্তা /কর্মচারীবৃন্দের বিদেশ সফর/প্রশিক্ষণ এবং অভ্যন্তরীণ বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও সভায় অংশগ্রহণের বিষয়ে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনের প্রেক্ষিতে যাচাই-বাছাইপূর্বক অনুমতি/মনোনয়ন প্রদান করা হয়
|
নির্ধারিত ফরম
প্রাপ্তিস্থান: www.bard.gov.bd
|
বিনামূল্যে
|
প্রশাসনিক মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে কর্মকর্তাদের জন্য ২ কর্মদিবস
কর্মচারীদের জন্য ২ কর্মদিবস |
জনাব আইরীন পারভিন
পরিচালক (প্রশাসন), বার্ড মোবাইল নং-০১৭৫৩-৭৯৪৫২২ ইমেইল: diradmin@bard.gov.bd irin_bard@yahoo.com |
৯ | গবেষণা প্রস্তাবনা অনুমোদন | গবেষণা বিভাগের নির্ধারিত ছকে আবেদনের পরিপেক্ষিতে যাচাই বাছাইপূর্বক অনুমোদন প্রদান করা হয়। | গবেষণা বিভাগের নির্ধারিত ছক | বিনামূল্যে | ১৫ কর্মদিবস |
ড. মোঃ মিজানুর রহমান
পরিচালক (গবেষণা), বার্ড
মোবাইল নং-০১৭১৮৩৭১৮৮৯
ইমেইল: mizanbard@gmail.com
|
৯
|
বার্ডের কর্মকর্তা /কর্মচারীবৃন্দের পিআরএল/পেনশন সেবা প্রদান
|
নির্ধারিত ফরমে আবেদনের পরিপেক্ষিতে সেবা প্রদান করা হয়।
|
প্রয়োজনীয় কাগজপত্র:
১। পেনশনের আবেদন ফরম এবং স্ত্রী/স্বামীর ছবি এবং এনআইডির কপি
২। না দাবি পত্র
প্রাপ্তিস্থান: অডিট ও পেনশন শাখা
|
বিনামূল্যে
|
প্রশাসনিক মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে কর্মকর্তাদের জন্য ৭ কর্মদিবস
কর্মচারীদের জন্য ৭ কর্মদিবস |
জনাব আইরীন পারভিন
পরিচালক (প্রশাসন), বার্ড মোবাইল নং-০১৭৫৩-৭৯৪৫২২ ইমেইল: diradmin@bard.gov.bd irin_bard@yahoo.com |
প্রকাশের তারিখ: April, 2022