Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ মে ২০২৫

বার্ড কর্তৃক সম্পাদিত প্রশিক্ষণ কার্যক্রম:

বার্ডের প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য

(আগস্ট ২০২৪ হতে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ)

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লা দেশের আর্থ-সামাজিক উন্নয়ন তথা দারিদ্র্য বিমোচনের জন্য নিয়মিতভাবে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদ উন্নয়নে ভূমিকা রাখছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লায় গত ০৮ আগস্ট ২০২৪ হতে ৩০ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ সময় পর্যন্ত মোট ১২৫টি কর্মসূচি বাস্তবায়ন করেছে। উক্ত কোর্সগুলোতে সর্বমোট ৬০১৮ জন প্রশিক্ষণার্থী (পুরুষ ৩৪৮৮ জন এবং মহিলা ২৫৩০ জন) অংশগ্রহণ করেন। তন্মধ্যে বার্ডের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইনহাউজ/মৌলিক প্রশিক্ষণ হিসেবে ‘শুদ্ধাচার’ বিষয়ক প্রশিক্ষণ কোর্স ০৩টি এবং ডি-নথি অবহিতকরণ বিষয়ক ১টি, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এর উদ্যোগে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের জন্য ১টি বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স এবং জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)-এর কর্মকর্তাদের জন্য ১টি বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স, স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের জন্য ১০টি প্রশিক্ষণ কোর্স, বিভিন্ন সংস্থার অর্থায়নে বিষয় ভিত্তিক ৫০টি প্রশিক্ষণ কোর্স, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং বিসিএস কর্মকর্তাদের জন্য ১৪টি সংযুক্তি প্রশিক্ষণ কোর্স; বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থী ও শিক্ষার্থীদের জন্য বার্ডের কার্যক্রম অবহিতকরণ কর্মসূচি ১৮টি, বার্ডের প্রায়োগিক গবেষণা প্রকল্পসমূহের সুফলভোগীদের জন্য ১৩টি প্রশিক্ষণ কোর্স, বার্ডের উদ্যোগে ৪টি সেমিনার, ৫টি কর্মশালা, ২টি সম্মেলন এবং আন্তর্জাতিক পর্যায়ের ১টি প্রশিক্ষণ, ১টি সম্মেলন ও ১টি ভিজিট কর্মসূচি প্রতিবেদনকালীন সময়ে অনুষ্ঠিত হয়েছে।

১৯৬০ হতে ডিসেম্বর’ ২০২৪ পর্যন্ত বার্ডের প্রশিক্ষণ কার্যক্রম