গ্রামীণ স্যানিটেশন উন্নয়ন প্রকল্প
২০১০ সালের মধ্যে সবার জন্য স্যানিটেশন এ শ্লোগানকে সামনে রেখে পরিবেশ বান্ধব গ্রাম উন্নয়ন এবং কৃষি উৎপাদনে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে মানব উচ্ছিষ্ট (Human Excreta) দিয়ে তৈরি জৈব সারের ব্যবহারের দিকে অধিকতর গুরুত্ব বিবেচনায় এনে Japan Association of Drainage and Environment (JADE) এর কারিগরি সহায়তা এবং Japan International Cooperation Agency (JICA) এর আর্থিক সহায়তায় বার্ড ২০০৪ সাল থেকে প্রায়োগিক গবেষণার কাজ হাতে নেয়। প্রায়োগিক গবেষণার ফলাফলে দেখা যায়, ইকো-টয়লেট যাদের রয়েছে তারা রাসায়নিক সারের পরিবর্তে মানব মল ও মূত্র তাদের জমিতে ব্যবহার করছে ফলে রাসায়ানিক সারের ব্যবহার ক্রমশ হ্রাস পাচ্ছে। প্রকল্পটির সফলতার প্রেক্ষিতে সরকার প্রকল্পটি গ্রহণ করে সারাদেশে ১৫০০টি ইউনিয়নে প্রদর্শনীর উদ্দেশ্যে ১৫০০টি মডেল ইকো-টয়লেট স্থাপন করে।