Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ August ২০২২

বার্ডে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর ৯২তম জন্মবার্ষিকী উদযাপিত


প্রকাশন তারিখ : 2022-08-08
অদ্য ০৮ আগস্ট ২০২২ খ্রি. তারিখে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর ৯২তম জন্মবার্ষিকী উদযাপিত হয়। সকাল ১০.৪৫ মিনিটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতের মধ্য দিয়ে জন্মবার্ষিকী উদযাপন শুরু হয়। এরপর বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বঙ্গমাতার জীবনীভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয় এবং প্রদর্শনী শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ শাহজাহান। প্রধান অতিথি তার বক্তব্যে বঙ্গমাতার আত্মত্যাগী, বিনয়ী, সহনশীলতা এবং বঙ্গবন্ধুর প্রতি তাঁর গভীর অনুরাগের বিষয় উল্লেখ করেন।  
 
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বার্ডের পরিচালক (প্রশাসন) জনাব মিলন কান্তি ভট্টাচার্য্য। আলোচনা সভার মুখ্য আলোচক ছিলেন জনাব ফৌজিয়া নাসরিন সুলতানা, যুগ্ম পরিচালক, বার্ড। তিনি তার আলোচনায় স্বাধিকার আন্দোলন, অসহযোগ আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং যুদ্ধোত্তর বাংলাদেশে অসহায় নির্যাতিতা নারীদের সহায়তা ও পুনর্বাসনে বঙ্গমাতার অগ্রণী ভূমিকার মতো বিষয়গুলোর প্রতি আলোকপাত করেন। সভায় আমন্ত্রিত অতিথি, প্রশিক্ষণার্থী, বার্ডের অনুষদবর্গসহ সকল কর্মকর্তা-কর্মচারীগণ এবং বার্ড মডেল স্কুলের শিক্ষকমণ্ডলী ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। এ আলোচনা সভার উপস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব শারমিন শাহরিয়া, উপপরিচালক, বার্ড।