Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ August ২০২০

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপিত


প্রকাশন তারিখ : 2020-08-15

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ উদযাপিত হয়েছে। জাতীয় শোক দিবস উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ, বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পস্তবক অর্পন, জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান  টিভি পর্দায় উপভোগ, মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন কর্মসূচির অংশ হিসেবে বার্ড লাইব্রেরিতে সংগৃহীত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর উপর প্রকাশিত গ্রন্থের মোড়ক উন্মোচন, বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন, পবিত্র কোরআন খতম, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচিতে বার্ডের সম্মানিত মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ শাহজাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানমালা আয়োজন করা হয়।