Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ মার্চ ২০২১

বার্ড-এ যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপিত


প্রকাশন তারিখ : 2021-03-17

অদ্য ১৭ মার্চ ২০২১ তারিখে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপিত হয়েছে। এ দিবসটি উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, মিষ্টান্ন বিতরণ, ১০১টি বেলুন উড়ানো, প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন, পবিত্র কোরআন খতম, বিশেষ মুনাজাত ও প্রার্থনার ব্যবস্থা এবং এতিম শিশুদের মধ্যাহ্নভোজ করানো, মুজিব বর্ষের থিম সং পরিবেশন, বঙ্গবন্ধু’র জীবন ও কর্ম এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন ও আলোচনা ও টিভির পর্দায় কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার উপভোগসহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করেন বার্ডের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও প্রশিক্ষণার্থীবৃন্দ। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের পর বার্ডের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বার্ডের মহাপরিচালক জনাব মোঃ শাহজাহান। পরবর্তীতে ৭১তম বুনিয়াদি ও ১৬০তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। পুস্পস্তবক অর্পণের পর বার্ড, মহাপরিচালক স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ এর উপর বক্তব্য প্রদান করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মবার্ষিকী উপলক্ষে বিকাল ০৩.০০ ঘটিকায় লালমাই-ময়নামতি প্রকল্পের ১০০০জন সুফলভোগীর প্রত্যেককে ৫ কেজি করে মোট ৫০০০ কেজি উচ্চফলনশীল ব্রী-৮৫ জাতের ধানবীজ বিতরণ করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মবার্ষিকী উপলক্ষে বার্ড ক্যাম্পাসে বর্ণিল সাজ ও আলোকসজ্জা করা হয়।