Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ মার্চ ২০১৯

বার্ড-এ যথাযথ মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৯ উদযাপিত


প্রকাশন তারিখ : 2019-03-17
অদ্য ১৭ মার্চ ২০১৯ তারিখে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৯ উদযাপিত হয়েছে। এ দিবসটি উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি-তে শিশু সমাবেশ ও র‌্যালী, বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতসহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ০৮:৩০ ঘটিকায় বার্ড মডেল স্কুল প্রাঙ্গন থেকে বিশেষ র‌্যালীর আয়োজন করা হয়। র‌্যালীতে অংশগ্রহণ করেন বার্ড মডেল স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী, বার্ডের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, প্রশিক্ষণার্থীবৃন্দ। র‌্যালী শেষে বার্ডের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন বার্ডের পরিচালক (প্রশাসন) ড. কামরুল আহসান। সকাল ১০:৩০ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৯ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ড. কামরুল আহসান, পরিচালক (প্রশাসন)। সভাপতির বক্তব্যে পরিচালক (প্রশাসন) মহোদয় বলেন শিশুদের সুন্দর ভবিষ্যৎ এবং সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং তিনি বঙ্গবন্ধুর চেতনায় উদ্ভুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর আত্মজীবনী পাঠ করার জন্য সর্বস্তরের সকলকে আহবান জানান। বঙ্গবন্ধু শৈশব থেকেই ছিলেন অত্যন্ত হৃদয়বান ও মানব দরদী কিন্তু অধিকার আদায়ে ছিলেন আপোষহীন। তাঁর জন্ম না হলে এ দেশ স্বাধীন হত কি না, তিনি সংশয় প্রকাশ করেন। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বার্ডের একাডেমি কর্মচারী সমবায় সমিতি লিঃ এর সভাপতি জনাব মোঃ মিজানুর রহমান, পরিচালক (প্রকল্প), বার্ড অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি জনাব আবদুল্লাহ আল মামুন, যুগ্ম পরিচালক, বার্ড এবং বার্ড কর্মচারী ইউনিয়নের প্রতিনিধি জনাব আনোয়ার হোসেন। আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন বেগম ফরিদা ইয়াসমিন, সহকারী পরিচালক, বার্ড। আলোচনা সভা শেষে পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া বাদ যোহর বার্ড জামে মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।