Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ August ২০২০

বার্ডে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত


প্রকাশন তারিখ : 2020-08-16

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী এবং মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর ময়নামতি অডিটরিয়ামে “বঙ্গবন্ধুর সামগ্রিক জীবন” শীর্ষক সেমিনার অদ্য ১৬ আগস্ট ২০২০ তারিখে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মাননীয় সচিব জনাব মোঃ রেজাউল আহসান। সেমিনারে বঙ্গবন্ধুর সামগ্রিক জীবনের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. সৈয়দ আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু চেয়ার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস্ (বিইউপি) এবং প্রাক্তন অধ্যাপক (ইতিহাস বিভাগ) ঢাকা বিশ্ববিদ্যালয়।

সেমিনারে প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্ম না হলে বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হত না। তিনি আরো বলেন যুদ্ধ পরবর্তী সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দৃঢ় নেতৃত্বে দেশের পুনর্গঠন কার্যক্রম শুরু হয়। কিন্তু ১৫ আগস্ট-এর কলঙ্কজনক অধ্যায় দেশকে নেতৃত্ব শূন্য করে। এ কলঙ্কজনক অধ্যায় না ঘটলে বাংলাদেশ আজ সিঙ্গাপুর, মালেয়শিয়া কিংবা দক্ষিণ কোরিয়ার মত অর্থনৈতিক অগ্রগতি অর্জন করতে পারতো। সেমিনারের মূল বক্তা ড. সৈয়দ আনোয়ার হোসেন তাঁর উপস্থাপনায় জাতির পিতা এবং বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর কর্ম এবং রাজনৈতিক জীবনের তথ্যসমৃদ্ধ ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন জাতির পিতার জীবনের দৈর্ঘ্যের চেয়ে কর্মের পরিধি অনেক বেশি বিস্তৃত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা এবং বাংলাদেশ রাষ্ট্র নির্মানের কারিগর। সেমিনারে সভাপতিত্ব এবং সঞ্চালনা করেন বার্ডের মহাপরিচালক জনাব মোঃ শাহজাহান। সেমিনারে ধন্যবাদজ্ঞাপন মূলক বক্তব্য প্রদান করেন বার্ডের অতিরিক্ত মহাপরিচালক ড. মাসুদুল হক চৌধুরী। সেমিনার পরিচালক ও সহযোগী সেমিনার পরিচালক-এর দায়িত্ব পালন করেন যথাক্রমে জনাব মোঃ সফিকুল ইসলাম, পরিচালক, বার্ড এবং ড. শেখ মাসুদুর রহমান, যুগ্ম পরিচালক, বার্ড। সেমিনারে বার্ডের অনুষদবর্গ, কর্মকর্তাসহ ভার্চুয়াল মাধ্যমে অন্যান্য সমধর্মী প্রতিষ্ঠানের প্রতিনিধিবর্গ অংশগ্রহণ করেন। সেমিনার পরবর্তী সময়ে ড. সৈয়দ আনোয়ার হোসেন বার্ড পরিচালিত লালমাই-ময়নামতি প্রকল্পের সুফলভোগীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।