Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ মার্চ ২০২১

বার্ডে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত


প্রকাশন তারিখ : 2021-03-26

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে। এ দিবসটি উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, বেলুন ও কবুতর উড়ানো, শত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন, বিশেষ মুনাজাত ও প্রার্থনার ব্যবস্থা, মুজিব বর্ষের থিম সং পরিবেশন, আলোচনা সভা এবং সেমিনারের আয়োজন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের পর বার্ডের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বার্ডের মহাপরিচালক জনাব মোঃ শাহজাহান। পরবর্তীতে বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষ্যে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন” শীর্ষক আলেচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহজাহান, মহাপরিচালক, বার্ড এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান, উপ-সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। দিবসটি উদযাপন উপলক্ষ্যে “স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও একুশ শতকের বাংলাদেশ” শীর্ষক সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে আলোচক ছিলেন ড. মোঃ কামরুল হাসান, পরিচালক, বার্ড। উক্ত অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করেন বার্ডের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও প্রশিক্ষণার্থীবৃন্দ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষ্যে সকাল ০৯.০০ ঘটিকায় লালমাই-ময়নামতি প্রকল্পের ২৬০জন সুফলভোগীর মাঝে ৩০০০টি সোনালী ও ফাউমি জাতের মুরগীর বাচ্চা এবং ২২০০টি খাকি ক্যাম্বেল জাতের হাসের বাচ্চা বিতরণ করা হয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষ্যে বার্ড ক্যাম্পাসে বর্ণিল সাজ ও আলোকসজ্জা করা হয়।