Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ August ২০২৩

বার্ড-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন


প্রকাশন তারিখ : 2023-08-15

অদ্য ১৫ই আগস্ট ২০২৩ খিস্টাব্দ, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পল্লী ভাবনা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব মো: হারুন অর রশিদ মোল্লা, মহাপরিচালক,বার্ড। উপস্থিত ছিলেন আলোচনা সভার সম্মানিত সভাপতি ড. আব্দুল করিম, অতিরিক্ত মহাপরিচালক,বার্ড। উক্ত অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন জনাব নাছিমা আক্তার, পরিচালক, পল্লী সমাজতত্ত্ব ও জনমিতি বিভাগ। উক্ত আলোচনা সভায় বার্ডের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ বুনিয়াদী প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভাটি সঞ্চালনা করেন জনাব রহমত উল্লাহ, সহকারী পরিচালক, বার্ড। অনুষ্ঠানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের শাহাদাতবরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরবর্তীতে মুখ্য আলোচক জনাব নাছিমা আক্তার, পরিচালক, পল্লী সমাজতত্ত্ব ও জনমিতি বিভাগ, বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের পল্লী ভাবনা বিষয়ের উপর তথ্যবহুল আলোচনা রাখেন। তিনি সংবিধানের ১৬ নং অনুচ্ছেদ উল্লেখ করে বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- ই পল্লী উন্নয়ন নিয়ে প্রথম চিন্তা করেন। একই সাথে বঙ্গবন্ধুর পল্লী উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরেন। পরবর্তীতে বুনিয়াদি প্রশিক্ষণের একজন প্রশিক্ষণার্থী, বার্ডের একজন অনুষদ ও বার্ডের কর্মচারী পরিষদের সভাপতি উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। এরপর প্রধান অতিথি জনাব হারুন অর রশিদ মোল্লা, মহাপরিচালক,বার্ড বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন ও পাকিস্তানি শাসকদের বৈষমের বিরোধীতা করতে গিয়ে জাতির পিতার ত্যাগের মহত্ব তুলে ধরেন। সর্বশেষ সম্মানিত সভাপতি জনাব ড.আব্দুল করিম, অতিরিক্ত মহাপরিচালক, বার্ড, উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন।তিনি তার বক্তব্যে জাতির পিতার আদর্শ ধারণ করে জাতির পিতার স্বপ্নের অসাপ্রদায়িক, ক্ষুধামুক্ত বাংলাদেশ বিনির্মাণে সকলকে একসাথে কাজ করার আহবান জানান।